Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Sand Auction 1282
Details

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা ভূমি অফিস

গফরগাঁও, ময়মনসিংহ

www.acl.gafargaon.mymensingh.gov.bd


তারিখঃ

২২ কার্তিক ১৪৩১

১১ নভেম্বর ২০২৪


নম্বর-৩১.৪৫.৬১২২.০০০.৫৭.০০১.২৪-১২৮২                            

 

 

নিলাম বিজ্ঞপ্তি

এতদ্দ্বারা সর্বসাধারণ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিকগণকে জনানো যাচ্ছে যে, ময়মনসিংহ জেলাধীন গফরগাঁও উপজেলার নিম্নোক্ত ছকে উল্লিখিত স্থানে মোবাইল কোর্টের মাধ্যমে জব্দকৃত বালু (যেখানে যে অবস্থায় আছে) বিক্রয়ের জন্য নিম্নলিখিত শর্তে আগামী ১৮-১১-২০২৪ খ্রি. তারিখ, সোমবার, সকাল ১০.০০ টায়, গফরগাঁও উপজেলা পরিষদ মিলনায়তনে উন্মুক্ত নিলাম ডাক অনুষ্ঠিত হবে। উক্ত নিলাম ডাকে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।    


ক্রমিক নং

ইউনিয়নের নাম

মৌজার নাম

বালু রাখার স্থান

বালুর পরিমান (ঘনফুট)

প্রতি ঘনফুট বালুর সর্বনিম্ন বাজার মূল্য (টাকা)

বালুর ন্যূনতম বাজার মূল্য

(টাকা)

বালু সরিয়ে নেওয়ার সর্বোচ্চ সময়

০১

পাঁচবাগ

লামকাইন

তমুর মোড়

৬,৩০,০০০

২.৫০

১৫,৭৫,০০০/-

৬০ দিন



নিলামের শর্তাবলিঃ 

১. যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিলাম ডাকে অংশগ্রহণ করতে পারবে।

২. অংশগ্রহণকারীকে নিলাম শুরুর আধা ঘণ্টা পূর্বে ডাক টেবিলে জামানত বাবদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা (ফেরতযোগ্য) নগদ বা পে-অর্ডারের মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি), গফরগাঁও, ময়মনসিংহ এর অনুকূলে জমা দিয়ে নাম অন্তর্ভুক্ত করতে হবে। একজন ডাককারী তার সাথে সর্বোচ্চ তিন জন নিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রবেশ করতে পারবেন।

৩. নিলাম ডাকে অংশগ্রহণকারী নিলাম ডাকের পূর্বে উল্লিখিত স্থানে আটককৃত বালু সরেজমিন দেখে ডাকে অংশগ্রহণ করবেন। পরবর্তীতে কোন ওজর আপত্তি গ্রহণযোগ্য হবে না।  

৪. সর্বোচ্চ ডাককারীকে নিলাম ডাকের ২৫% অর্থ নিলামের দিন (১৮-১১-২০২৪ খ্রি. তারিখ) অফিস চলাকালীন সময়ের মধ্যে ট্রেজারি চালানের মাধ্যমে নির্ধারিত কোডে  এবং অবশিষ্ট অর্থ ও ডাকমূল্যের ১৫% ভ্যাট ও ১০% আয়করসহ আগামী ২৭/১১/২০২৪ খ্রি. তারিখ দুপুর ২.০০ টার মধ্যে ট্রেজারি চালানের মাধ্যমে নির্ধারিত কোডে আবশ্যিকভাবে জমা করতে হবে। ব্যর্থতায় নিলাম বাতিলপূর্বক জামানতসহ জমাকৃত ২৫% অর্থ সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে।

৫. শুধুমাত্র নিলামের সম্পূর্ণ অর্থ পরিশোধ সাপেক্ষে নিলাম গ্রহীতার অনুকূলে কার্যাদেশ প্রদান করা হবে।

৬. ডাককারীকে কার্যাদেশ প্রদানের পর ছকের ০৮ নং কলামে উল্লিখিত সময়ের মধ্যে নিজ খরচায় সম্পূর্ণ বালু সরিয়ে নিতে হবে।  

৭. ডাকের মাধ্যমে শুধু জব্দকৃত বালু বিক্রয় করা হবে, এর মাধ্যমে কেউ বিআইডব্লিওটিএ এর উত্তোলিত বালু গ্রহণ বা নদী থেকে নতুন করে বালু উত্তোলন করতে পারবেন না।

৮. যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত কেউ বালু উত্তোলন করলে বা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘন করলে তাকে উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে। 

৯. নিলাম ডাক গ্রহণের/বাতিলের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।    

Publish Date
11/11/2024
Archieve Date
01/03/2026